You are currently viewing Robo Soccer Competition Organized by AKKUPPI Robotics Club.

Robo Soccer Competition Organized by AKKUPPI Robotics Club.

ফুটবল কিংবা রোবট-প্রেমীদের স্বাগত জানাচ্ছি!
ফিফা বিশ্বকাপ ২০২২ এর স্মৃতি আর সব রোমাঞ্চকর মুহুর্ত যেনো এখনো চোখে ভাসছে। কেমন হয় যদি সেই অনুভূতি আবার ফিরে পান রোবোটের মাধ্যমে!

AKKUPPI Robotics Club কর্তৃক আয়োজিত হয়েছে ROBO SOCCER COMPETITION যেখানে আমরা দেখতে পেরেছি কিভাবে রোবট দিয়েও ফুটবল খেলা সম্ভব।

লীগভিত্তিক এই প্রতিযোগিতায় ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ইভেন্টটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব ইঞ্জি: মাসুদ আলম। এসময় অন্যান্য শিক্ষক মন্ডলীও উপস্থিত ছিলেন।

Leave a Reply